Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি (০৭/০৯/২০২৪)
Details

এতদ্বারা সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, দাতিয়ারা, ব্রাহ্মণবাড়িয়া দপ্তরের আওতাধীন দাতিয়ারা ৩৩/১১কেভি উপকেন্দ্রের ১১কেভি টিভি ফিডার লাইন ও ১১কেভি ভাদুঘর ফিডার লাইনের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সম্পাদনের জন্য আগামী ০৭ সেপ্টেম্বর, ২০২৪ইং রোজ শনিবার সকাল ৬.৩০ মিনিট হতে সকাল ১০.০০ মিনিট পর্যন্ত উক্ত ফিডার দুইটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে উক্ত ০২(দুই) টি ফিডারের আওতাধীন এলাকা যথাঃ কাউতলী, পূর্বাশা, দাতিয়ারা, পুনিয়াউট, ভাদুঘর টিএন্ডটি পাড়া, ভাদুঘর, এলহেম পাড়া, হুজুরবাড়ি, রামরাইল, সেবাপল্লী, ফাটাপুকুরপাড়, ভূইয়াবাড়ি, দেওয়ানপাড়া, মোল্লাবাড়ি, ঢালীবাড়ি, ভোলাচং প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখিত।

বি.দ্র.: নির্ধারিত সময়ের পূর্বেই সকল লাইন চালু হতে পারে, তাই জননিরাপত্তার স্বার্থে সকল লাইন চালু আছে বলে গন্য হবে।

Attachments
Image
Publish Date
06/09/2024
Archieve Date
06/09/2052