Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক লাইন সম্পর্কে সতর্কতা অবলম্বন (জরুরী)।
Details

ঝড়-বৃষ্টির সময় দূর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক লাইন সম্পর্কে যে সকল সতর্কতা অবলম্বন জরুরী-

  • ভেজা বৈদ্যুতিক খুটি/পোল হাত দিয়ে স্পর্শ করবেন না বা ধরবেন না।
  • পড়ে থাকা বৈদ্যুতিক তার/কন্ডাকটর হাত দিয়ে ধরা বা সরানো থেকে বিরত থাকুন।
  • কোন পোল/খুটি হেলে বা পড়ে গেলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
  • তার/কন্ডাকটর ছিড়ে বা খুলে পড়ে থাকলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
  • শিশুদেরকে বৈদ্যুতিক লাইন ও খুটি হতে নিরাপদ দূরত্বে রাখুন।
  • পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না।
  • লাইনের উপর গাছ বা গাছের শাখা পড়ে থাকলে সেই গাছ বা গাছের শাখা নিজে সরাতে যাবেন না, সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন। অফিসের কারিগরি দল আসলে সহায়তা করুন।

বিদ্যুৎ সরবরাহ দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তথ্য দিয়ে সহায়তা করুন।  

বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, ব্রাহ্মণবাড়িয়া দপ্তরের অভিযোগ কেন্দ্রের যোগাযোগ নম্বর- 01797282625।  

Attachments
Publish Date
24/10/2022
Archieve Date
01/07/2023